ওয়াশিংটন সফরে বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, যে দলই সরকার গঠন করুক, বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। ওয়াশিংটনে চারদিনের সফরের শেষদিন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই কথা বলেন রাহুল। পররাষ্ট্রনীতি বিষয়ে আলাপকালে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-পাকিস্তানসহ বেশ কয়েকটি ইস্যুতে মোদির নীতিকে সমর্থনের কথা জানান রাহুল গান্ধী। 

বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, নির্দিষ্ট কোনও দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্কের ভিত্তিতে নয় বরং, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যেকোনও সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। তবে ‘বাংলাদেশে চরমপন্থি উপাদান নিয়ে ভারতের উদ্বেগের’ কথাও জানিয়েছেন রাহুল গান্ধী। 

এসময় তিনি বলেন ‘আমি নিশ্চিত বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরে অন্য যে কোনও সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।’ 

এর আগে, রাহুল গান্ধী ইউএস ক্যাপিটলে একদল আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানেও বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছিল। বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সহিংসতা নিয়ে তিনি বলেন, ‘দেখুন, আমরা যে কোনও ধরনের সহিংসতার বিরুদ্ধে। সত্যি বলতে, এখন যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমাদের পক্ষ থেকে এবং আমাদের সরকারের দায়িত্ব এ সহিংসতা যাতে বন্ধ হয় চাপ দেওয়া।’