দক্ষিণ চীন সাগরে চীন ও রাশিয়ার নৌ মহড়া শুরু

দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া শুরু করেছে মিত্র দেশ চীন ও রাশিয়া। মঙ্গলবার (১৭ জুলাই) ‘মেরিটাইম কো-অপারেশন-২০২৪’ নামের এই মহড়া শুরু করেছে দেশগুলো। রুশ ও চীনা রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য জানিয়েছে। উভয় দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও বাণিজ্য সম্পর্ক জোরদার করেছে দেশ দুটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ঝানজিয়াং বন্দরে ‘মেরিটাইম কো-অপারেশন-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সামুদ্রিক মহড়ার সময় রাশিয়ার প্রশান্ত মহাগাসরীয় জাহাজ এবং চীনা নৌবাহিনীর জাহাজের ক্রুরা যৌথ বিমান প্রতিরক্ষা অনুশীলন এবং সাবমেরিনবিরোধী মহড়া পরিচালনা করেছে। এই মহড়ার জন্য চীনেরনৌ-সাবমেরিনবিরোধী বিমান ব্যবহার করা হয়েছে।

পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর বরাতে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, তিন দিনের মহড়ার জন্য উভয় দেশই অন্তত তিনটি করে জাহাজ মোতায়েন করবে।

রাশিয়ার আরআইএ রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বরাতে জানিয়েছে, যৌথ মহড়ার অংশ হিসেবে রুশ নৌবাহিনী এবং চীনা নৌবাহিনী কামানে গোলাবর্ষণ করেছে।

উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি পৃথক যৌথ নৌ টহল সম্পন্ন করার পরই এই মহড়া শুরু হয়েছে।