ক্রিমিয়ার আকাশে ৫টি উড়ন্ত বস্তুকে ভূপাতিত করলো রাশিয়া

অধিকৃত ক্রিমিয়ার আকাশে ৫টি উড়ন্ত বস্তুকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। সোমবার (১ জুলাই) একটি টেলিগ্রাম পোস্টে এই দাবি করেছেন সেভাস্তোপলের ক্রিমিয়ান বন্দরের রুশপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ। এক বিবৃতিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

উপকূলীয় এলাকা ও বালাক্লাভার কাছে বস্তুগুলোকে গুলি করা হয়। এই অঞ্চলটি সেভাস্তোপলের একটি অংশ।

রজভোজায়েভ জানিয়েছেন, বস্তুগুলোর ধ্বংসস্তুপ থেকে জঙ্গল ও বেশ কয়েকটি খোলা স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। এমনকি, সেগুলোর আঘাতে একটি ভবনের জানালাও ভেঙে গেছে।

তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রজভোজায়েভ।