তাইওয়ান প্রণালিতে শান্তির সুফল পাবে পুরো বিশ্ব

তাইওয়ান প্রণালিতে শান্তি নিশ্চিত হলে পুরো বিশ্ব এর সুফল পাবে বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। শুক্রবার (২৮ জুন) একটি সামরিক অনুষ্ঠানে নতুন সেনাদের উদ্দেশে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। এ সময় লাই আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে, এছাড়া সমৃদ্ধি বা নিরাপত্তা সম্ভব নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ এবং প্রেসিডেন্ট লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে চীন। তবে চীনের এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ান। গত মাসে লাই ক্ষমতা গ্রহণের পর তাইপের চারপাশে দুদিনব্যাপী যুদ্ধজাহাজ মোতায়েন করে বেইজিং।

গত চার বছরে তাইওয়ান প্রণালির চারপাশে সামরিক কার্যকলাপ ব্যাপক হারে বাড়িয়েছে চীনা সামরিক বাহিনী। এটি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম একটি জলপথ। এই প্রণালির ওপর দিয়ে নিয়মিত যুদ্ধবিমান ও জলপথে যুদ্ধজাহাজ চলাচল করে।

তাইওয়ানের তাইচুং শহরে একটি সেনা ঘাঁটিতে নতুন সেনাদের নিয়োগের সময় বক্তৃতা দেন লাই। এসময় তিনি বলেন, তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করতে সেনারা প্রতি ফোঁটা ঘাম ঝরিয়েছেন।

লাই বলেন, ‘এখন আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বৈশ্বিক নিরাপত্তা ও সাফল্যের জন্য অপরিহার্য।’

এসময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া অথবা ইউরোপীয় ইউনিয়ন এবং আরও অনেক দেশের প্রধান বা প্রধানমন্ত্রীরা এ বিষয়ে একমত এবং তাইওয়ান প্রণালির বর্তমান অবস্থা পরিবর্তন করতে কোনও দেশের জোর খাটানোর বিরোধিতা করে তারা।’

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহজুড়ে তাইওয়ানের কাছাকাছি ২০৩টি চীনা সামরিক বিমান চিহ্নিত করেছে। সেগুলো দ্বীপরাষ্ট্রটি থেকে মাত্র ৩১ নটিক্যাল মাইল (৫৭ কিলোমিটার) দূরে ছিল।