পাঞ্জাবের ফরিদকোট লোকসভা আসনে জিতছেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অন্যতম হত্যাকারী বিয়ন্ত সিং এর ছেলে সরবজিত সিং খালসা। তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছেন।
সরবজিৎ সিং খালসা প্রতিদ্বন্দ্বী এবং আপ মনোনীত প্রার্থী করমজিৎ সিং আনমোলের চেয়ে ৬০ হাজার ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন।
তৎকালীন প্রধানমন্ত্রীর দেহরক্ষী বিয়ন্ত সিং এবং সতবন্ত সিং ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর ইন্দিরা গান্ধীকে তার বাসভবনে হত্যা করেন।
২০০৪ সালের লোকসভা নির্বাচনে অমৃতসারের এসএডি টিকিটে বাথিন্দা আসন থেকে প্রতিদ্বন্দিতা করে ছিলেন তিনি। তখন এক লাখ ১৩ হাজার ভোট পেয়ে পরাজিত হন। এরপর ২০০৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বার্নালার ভাদৌর আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিএসপির টিকিটে ফতেহগড় সাহিব আসন থেকে আবারও লড়েছিলেন তিনি। তবে তখন ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হয়নি। সেবারও হেরে যান খালসা।