লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ

রুশ মিত্র দেশ বেলারুশে করা ‍লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) এই কথা বলেছেন বেলারুশের নিরাপত্তা পরিষেবার প্রধান ইভান টারটেল। তিনি বলেন, রাজধানী মিনস্কের ওপর লিথুয়ানিয়া থেকে ছোড়া ড্রোন প্রতিহত করেছে তারা। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইভান টারটেলের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ  জানিয়েছে, ‘অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি সম্প্রতি বেশ কয়েকটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে মিনস্ক এবং এর শহরতলির স্থাপনাগুলোতে লিথুয়ানিয়া অঞ্চল থেকে ছোঁড়া যুদ্ধ ড্রোন হামলা প্রতিরোধ সম্ভব হয়েছে।’

তবে এমন দাবির পক্ষে তিনি কোনও প্রমাণ দিয়েছেন কিনা প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

তবে বেলারুশের এমন দাবি অস্বীকার করেছে লিথুয়ানিয়া। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, অন্য কোন রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কোনও পদক্ষেপ তারা নেয়নি এবং নিচ্ছেও না।

রাশিয়ার ঘনিাষ্ঠ মিত্র বেলারুশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করার জন্য রাশিয়াকে তার অঞ্চল ব্যবহারের অনুমতি দেয় দেশটি।