সরকার গঠনে নওয়াজ ও বিলাওয়ালের দলের প্রথম আনুষ্ঠানিক বৈঠক

পাকিস্তানে সরকার গঠনের লক্ষ্যে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) লাহোরে বিলাওয়াল হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দল দুটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বৈঠকের কথা জানানো হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পিপিপি’র এক বিবৃতিতে বলা হয়েছে, পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পরবর্তী সরকার গঠনে বিলাওয়ালের সহযোগিতা চেয়েছে শাহবাজ।

বৈঠকে পিপিপি’র কো-চেয়ারপারসন আসিফ আলী জারদারি ও পিএমএল-এন’র সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

পিপিপি নেতৃত্ব বলেছে, সরকার গঠনে সহযোগিতার প্রস্তাব নিয়ে পিএমএল-এন’র প্রস্তাবটি নিয়ে সোমবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হবে। 

পিএমএল-এন’র বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে দেশকে বাঁচাতে দুই দল নীতিগতভাবে একমত হয়েছে। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি ও আগামী দিনের রাজনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নেতারা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে রাজনৈতিকভাবে সহযোগিতায় একমত হয়েছেন।

এর আগে শুক্রবার রাতেও দুই দলের মধ্যে একটি বৈঠক হয়েছিল। তবে সেটি অনানুষ্ঠানিক বলে দাবি করেছে পিপিপি।

পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, সাধারণ পরিষদের ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ৭৫ আসন পেয়েছে পিএমএল-এন এবং পিপিপি পেয়েছে ৫৪ আসন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) ১৭ আসনে জয়ী হয়েছে।