পোষা কুকুর নিয়ে তর্কের জেরে গুলি, নিহত ২

ভারতের ইন্দোরে পোষা কুকুর নিয়ে তর্কের জেরে গুলি করে দুই জনকে হত্যা করেছেন রাজপাল সিং রাজাওয়াত নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। কৃষ্ণ বাগ কলোনিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৩৫ বছরের সুবিমল আচলা ও তার প্রতিবেশী ২৭ বছরের রাহুল ভার্মা।

পুলিশ জানায়, পেশায় নিরাপত্তাকর্মী রাজপাল সিং রাজাওয়াত ও তার প্রতিবেশী সুবিমল আচলা কৃষ্ণ বাগ কলোনীর একটি সরু গলিতে তাদের কুকুর নিয়ে হাঁটছিলেন। তখন প্রাণী দুটি একে অপরের দিকে ফুঁসে ওঠে। আর তা নিয়েই দুই ব্যক্তির মধ্যে শুরু হয় তর্ক। এক পর্যায়ে রাজাওয়াত বাড়ি চলে যান। তারপর নিজের ১২-বোরের রাইফেল বের করে বারান্দা থেকে গুলি চালান।

শহরের নিপানিয়া এলাকায় সেলুন চালাতেন অচলা। গুলির পর দুজনকেই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। আহত দুজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় রাজাওয়াতের পাশাপাশি তার ছেলে সুধীর এবং আত্মীয় শুভমকে গ্রেফতার করেছে পুলিশ। রাজাওয়াতের বিরুদ্ধে করা হয়েছে হত্যা মামলা।

পুলিশ জানায়, লাইসেন্সকৃত ১২-বোরের রাইফেল থাকায় গোয়ালিয়রের বাসিন্দা রাজাওয়াতকে নিরাপত্তারক্ষীর চাকরি দেয় ইন্দোরের একটি বেসরকারি সংস্থা।

সূত্র: এনডিটিভি