শ্রীলঙ্কায় বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১

শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন।

অর্থনৈতিক সংকটের মধ্যে সপ্তাহজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে এটিই প্রথম নিহতের ঘটনা।

হাসপাতাল ও পুলিশ কর্মকর্তারা জানান, তেলের ঘাটতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রামবুক্কানাতে একটি মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীদের একটি দল। বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি বর্ষণ করে পুলিশ।

রাজধানী কলম্বো থেকে দূরে এই শহরটি অবস্থিত। মহাসড়কটি ক্যান্ডি শহরকে কলম্বোর সঙ্গে সংযুক্ত করেছে।  

পুলিশের এক মুখপাত্র স্বীকার করেছেন, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে এবং ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলিবর্ষণ করেছে।

অত্যাবশ্যক খাদ্য, ওষুধ ও জ্বালানি আমদানি করার মতো ডলারের মজুত নেই শ্রীলঙ্কার। এই সংকটের মধ্যে প্রেসিডেন্ট রাজাপাকসার পদত্যাগের দাবিতে এক সপ্তাহের বেশি সময় বিক্ষোভ চলছে।

সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু