আফগান সামরিক বিমান ভূপাতিত করলো উজবেকিস্তান

আফগানিস্তানের একটি সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে উজবেকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগান বিমানটি সীমান্ত অতিক্রম করার পর গুলি ছোড়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সামরিক বিমানটি অবৈধভাবে তাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে।

তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার পর কোনও আরোহী বেঁচে আছেন কিনা তা জানাননি।

আফগান সীমান্তের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের চিকিৎসক বেকপুলাত ওকবোয়েভ জানান, রবিবার সন্ধ্যায় তার হাসপাতালে আফগানিস্তানের সেনাবাহিনীর উর্দি পরিহিত দুজন রোগী ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, একজনের প্যারাশুট ছিল এবং অন্য জনের হাড়ে চিড় ধরেছে।

রবিবার উজবেকিস্তান কর্তৃপক্ষ জানায়, সীমান্ত অতিক্রম করায় ৮৪ জন আফগান সেনাকে আটক করা হয়েছে।