অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল করা হয়েছে। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফারণের ঘটনায় তার সফরসূচিতে এ পরিবর্তন এসেছে। শনি ও রবিবার তার রাজ্যটি সফর করার কথা ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছ, দিল্লির অত্যন্ত স্পর্শকাতর এলাকায় বিস্ফোরণটি হয়েছে। বিস্ফোরণ স্থলের অদূরেই প্রধানমন্ত্রীর বাসভবন। সেই কারণেই পশ্চিমবঙ্গ আসছেন না অমিত শাহ। শনিবার ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের যে অনুষ্ঠান ছিল, তাতে যোগ দিচ্ছেন না শাহ। তবে রবিবার ডুমুরজলা ময়দানে যে সভা ও যোগদান মেলা হওয়ার কথা ছিল, তা হয়ত বাতিল হবে না।

বিজেপি সূত্রে জানা গেছে, অমিত শাহ না আসতে পারলেও দলের অন্য কোনও সিনিয়র নেতৃত্ব ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের বাইরে আইইডি বিস্ফোরণ ঘটে। রাজধানীর কেন্দ্রে ওই দূতাবাস অবস্থিত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খুব অল্পমাত্রার বিস্ফোরণ হয়েছিল। তার ফলে দূতাবাসের বাইরে দাঁড়ানো কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। শুক্রবার রাত পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের দূতাবাস থেকে মাত্র দু’কিলোমিটার দূরে বিজয় চক এলাকায় এদিন বিটিং রিট্রিট সেরিমনি হয়। সেই উপলক্ষে বিকাল পাঁচটা বেজে ১১ মিনিটে সেখানে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সুরক্ষিত এলাকার এতো কাছে বিস্ফোরণ ঘটায় উদ্বিগ্ন দিল্লি পুলিশ।