বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা এক যাত্রীর পকেটে লুকানো একটি ব্যাগে দুটি সাপ উদ্ধার করেছেন। গত সপ্তাহে এই ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ২৬ এপ্রিল বিমানবন্দরের একটি চেক পয়েন্টে এক যাত্রীর প্যান্টের পকেটে একটি ছোট ব্যাগে দুটি সাপ পাওয়া গেছে।

টিএসএ কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দুটি ছোট সাপ একটি ব্যাগে রয়েছে। ব্যাগটিকে দেখে সানগ্লাসের ব্যাগ মনে হয়েছে।

টিএসএ জানিয়েছে, উদ্ধার করা সাপগুলোকে ফ্লোরিডার মৎস ও বণ্যপ্রাণী সংরক্ষণ কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।