মানব দেহাবশেষসহ টাইটানের ধ্বংসাবশেষ নেওয়া হলো কানাডার উপকূলে

দুর্ঘটনার প্রায় ১০ দিন পর নিখোঁজ টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করে কানাডার উপকূলে আনা হয়েছে। বুধবার (২৮ জুন) উপকূলে আনা সাবমেরিনটির ধ্বংসাবশেষের সঙ্গে মৃতদের কিছু দেহাবশেষ উদ্ধার করা গেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কোস্ট গার্ডের বরাতে বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে কোস্ট গার্ড জানিয়েছে, ‘সাবধানতার সঙ্গে উদ্ধার করা মানুষের দেহাবশেষ নিয়ে পরীক্ষা করবেন মার্কিন মেডিক্যাল বিশেষজ্ঞরা।’ এছাড়া টাইটান ধ্বংসাবশেষের ওপর সমুদ্র তদন্ত বোর্ড পরীক্ষা চালাবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে উদ্ধারকৃত এসব অংশ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

কানাডিয়ান ব্রডকাস্ট কর্পের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টাইটানের জানালা ও সামনের নাকের মতো অংশটি উদ্ধার করা গেছে। বাকি ছিন্নভিন্ন অংশগুলো একটি সাদা টার্পে মোড়ানো ছিল।

আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার (১৮ জুন) পাঁচ পর্যটকসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’। যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির ওপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সমুদ্রের তলদেশে পানির প্রবল চাপে বিস্ফোরিত হয়েছে টাইটান। কানাডার জাহাজ হরিজন আর্কটিকের মাধ্যমে দেশটির নিউফাউন্ডল্যান্ড উপকূলে ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হয়। সূত্র: রয়টার্স