মোজাম্বিকের সাত লাখ ৮০ হাজার বাস্তুচ্যুত মানুষ নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। বৃহস্পতিবার (৭ মার্চ) এ সতর্কতা জানান তিনি। দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) সাত বছরের বিদ্রোহের কারণে বাস্তুহারা হয়েছেন তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশে সহিংসতার কারণে প্রায় সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর সোফালা প্রদেশে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ হাজার ।
অন্যান্য সংস্থাগুলো বলছে, জানুয়ারি থেকে সহিংসতার কারণে গ্রাম ছেড়ে পালিয়েছেন অনেকেই। এদের সংখ্যা প্রায় এক লাখ।
মোজাম্বিককে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিপ্পো গ্র্যান্ডি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের বিশেষ উপদেষ্টা রবার্ট পাইপার বলেছেন, মোজাম্বিকের মানুষকে সাহায্য করার জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। যার মাত্র ৫ শতাংশ ব্যবস্থা হয়েছে।