উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন

উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে যুক্ত হলো নতুন মডেলের যুদ্ধজাহাজ। শুক্রবার (২৫ এপ্রিল) নতুন এই মাল্টিপারপাস ডেস্ট্রয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জো চুন রিয়ংকে উদ্ধৃত করে উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজটি সম্পূর্ণ আমাদের নিজস্ব মেধা, পরিশ্রম ও প্রযুক্তিতে তৈরি। সবচেয়ে শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজটি তৈরিতে আমাদের সবমিলিয়ে চারশ দিনও প্রয়োজন হয়নি।

উদ্‌বোধনী অনুষ্ঠানে কিম জং উন বলেছেন, যুদ্ধজাহাজটি দ্রুতই নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আগামী বছরের শুরুর দিকেই এটি সক্রিয়ভাবে ব্যবহার শুরু হওয়ার কথা রয়েছে।

ভাইস অ্যাডমিরাল পাক কুয়াং সোপের বরাতে কেসিএনএ’র প্রতিবেদনে জানানো হয়, এটি কিম জং উন স্টাইলের নতুন নৌবহর নির্মাণ যুগের সূচনা। যুদ্ধজাহাজটি ‘চোয়ে হিয়ন ক্লাস’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে জাপানবিরোধী বিপ্লবী যোদ্ধা চোয়ে হিয়নের নামে।

এর আগে ভিন্ন এক প্রতিবেদনে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ফল যাচাই করে রয়টার্স জানায়, উত্তর কোরীয় সেনাবাহিনীর তৈরি করা ক্ষেপণাস্ত্র বহনের মতো কয়েক ডজন ভার্টিক্যাল লঞ্চ সেলের (যেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে) স্থান সংকুলানের সামর্থ্য এই নতুন যুদ্ধজাহাজে রয়েছে।

ওই উদ্‌বোধনী অনুষ্ঠানে, উত্তর কোরিয়ার নিরাপত্তা নিয়ে বরাবরের মতো সতর্ক করেছেন কিম। তিনি বলেন, আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন বেশ গুরুতর। যুদ্ধ বা যে কোনও হামলা নিবৃত্তকরণে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে নিবৃত্তকরণ (ডেটারেন্স)। আর এজন্য, হামলা চালানোর জোরালো সক্ষমতা অর্জনের চেয়ে ভালো কোনও পদ্ধতি নেই।

কেসিএনএ জানিয়েছে, নৌবাহিনীকে শক্তিশালী করতে নতুন যুদ্ধজাহাজটিকে ওয়ার্কার্স পার্টির ভিশনের প্রতিফলন বলে মন্তব্য করেছেন কিম। ডেস্ট্রয়ার তৈরির সঙ্গে জড়িত সব কর্মী ও প্রকৌশলীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।