জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই বিষয়ে আলাপকালে, ন্যায়বিচার ও নিহতদের পরিবারের জন্য পূর্ণ সমর্থনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরো দেশ ঐক্যবদ্ধ। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে ফাঁকা দাবি করার বদলে এখন সরকারের উচিত দায় স্বীকার করা এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
হামলার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ এবং কংগ্রেসের রাজ্য সভাপতি তারিক কাররার সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।
ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত এবং একজন নেপালের নাগরিক ছিলেন। এছাড়া দুইজন স্থানীয় বাসিন্দাও রয়েছেন।
পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়েবার গোপন সহযোগী (শ্যাডো গ্রুপ) দ্য রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পক্ষ থেকে হামলাকারীর পরিচয় নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে নামার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি।
পাহালগাম হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জি মেলানিসহ বিশ্বনেতারা। তারা সবাই ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছেন।