ইয়েমেনের জ্বালানি বন্দরে মার্কিন হামলা, নিহত ৩৮

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভয়াবহতম এক মার্কিন হামলা হয়েছে। দেশটির জ্বালানি বন্দরে বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আল মাসিরাহ টিভি জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাস ইসা জ্বালানি বন্দরে ওই হামলা করেছে যুক্তরাষ্ট্র। হামলায় আরও ১০২ জন মানুষ আহত হয়েছেন।

হুথিদের পক্ষ থেকে প্রকাশিত হতাহতের সংখ্যা ও যুক্তরাষ্ট্রের নিজস্ব হিসাব সম্পর্কে রয়টার্সের প্রশ্নের জবাবে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের কাছে প্রাথমিক ঘোষণার বাইরে নতুন তথ্য নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছে, হুথিরা দীর্ঘদিন ধরে নিজ দেশের মানুষের শোষণ ও ভোগান্তির একমাত্র কারণ হয়ে আছে। এই গোষ্ঠীর আর্থিক সক্ষমতা নস্যাৎ করার লক্ষ্যেই বৃহস্পতিবার হামলা চালানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্যের বৃহত্তম সামরিক অভিযান শুরু করেছে হোয়াইট হাউজ। লোহিত সাগরে হুথিদের আগ্রাসন বন্ধের আগ পর্যন্ত মার্কিন সেনাবাহিনী তাদের ওপর হামলা অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

২০২৩ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর কিছুদিন পরই হামাস ও ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রদান করে হুথিরা। সে বছর নভেম্বর থেকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত এই গোষ্ঠী।

তবে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল। গত মাসে ইসরায়েল আবার গাজায় আক্রমণ শুরু করার পর হুথিরাও পাল্টা হামলা চালানোর হুমকি দেয়। তবে গোষ্ঠীটি এখন পর্যন্ত নতুন কোনও হামলার দায় স্বীকার করেনি।

হুথি কর্মকর্তারা জানিয়েছেন, গত মার্চে দুদিনের মার্কিন হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছিলেন।