গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার

গাজা উপত্যকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর থেকে চলমান ইসরায়েলি হামলায় ২৩ জন প্রাণ হারিয়েছেন। বিগত ২৪ ঘণ্টার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫১ হাজারে পৌঁছালো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের যুদ্ধে অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৩৪৩ জনের বেশি মানুষ।

গাজার সরকারি সংবাদমাধ্যমের কার্যালয় থেকে জানানো হয়েছে, হাজারো মানুষের মরদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে তারা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস। প্রথম থেকেই তেল আবিবের দাবি, ওই হামলায় ১২০০ ইসরায়েলি নাগরিককে হত্যা এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করেছে হামাস। ওই ঘটনার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার উদ্দেশে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

প্রায় ১৫ মাসের হত্যা ও ধ্বংসযজ্ঞের পর জানুয়ারি ১৯ তারিখে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে প্রথম থেকেই নড়বড়ে এই চুক্তি ভেঙে পড়তে দুমাস সময় লাগে। হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৬৩০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।