ইরানে বন্দুক হামলায় ৮ পাকিস্তানি নিহত

ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে আট পাকিস্তানি নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) পাকিস্তানি সরকারের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে নিতে ইরান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে পাকিস্তানের তেহরান দূতাবাস এবং যাহিদান কনস্যুলেট।

পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের মেহরেস্তান কাউন্টিতে এই হত্যাকাণ্ড হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত সম্পন্ন হওয়ার পর হত্যাকাণ্ডের কারণ এবং মৃতদের পরিচয় প্রকাশ করা হবে।  
সশস্ত্র গোষ্ঠীগুলো দুদেশের সীমানা জুড়েই বিচরণ করে বেড়ায়। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশ এবং ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশ পরস্পরের সীমান্তবর্তী এলাকা। উভয় এলাকাই কিছুটা রাজনৈতিকভাবে অস্থিতিশীল, অনুন্নত কিন্তু খনিজ সম্পদে পরিপূর্ণ।

গত বছর তেহরান দাবি করেছিল, তারা পাকিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী জাঈশ আল-আদলের (জেএএ) ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সময় ইসলামাবাদ জানায়, তারা ইরানের ভেতরে বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানি গোষ্ঠী বালুচ লিবারেশন ফ্রন্ট এবং বালোচ লিবারেশন আর্মির ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।

গত বছরের পাল্টাপাল্টি হামলা ছিল দুদেশের মধ্যে সীমান্ত অতিক্রম করে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত হামলা।