হংকংয়ে অবসানের পথে বিরোধীদলীয় রাজনীতি

বেইজিংয়ের চাপের মুখে অবশেষে নতি স্বীকার করতে যাচ্ছে হংকংয়ের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। রবিবার (১৩ এপ্রিল) এক বিশেষ বৈঠকের পর দলের পক্ষ থেকে জানানো হয়, ডেমোক্র্যাটিক পার্টি ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে তারা সম্মত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দলটির পাঁচ শীর্ষ সদস্য রয়টার্সকে জানান, গত কয়েক মাস ধরে চীনা কর্তৃপক্ষ বা তাদের প্রতিনিধির পক্ষ থেকে তারা স্পষ্ট হুমকি পেয়ে আসছে। দল ভেঙে না দিলে গ্রেফতারসহ গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

১৯৯৭ সালে ব্রিটেন থেকে চীনের অধীনে ফিরে আসে হংকং। এর তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ডেমোক্রেটিক পার্টি। দীর্ঘদিন ধরে দলটি হংকংয়ের প্রধান বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক স্বাধীনতা রক্ষায় দলটি ব্যাপক আন্দোলন চালিয়ে এসেছে।

দলের প্রধান লো কিন-হেই সাংবাদিকদের বলেন, রবিবারের বৈঠকে উপস্থিত ১১০ সদস্যের ৯০ শতাংশই তিন সদস্যের একটি কমিটি গঠনের পক্ষে ভোট দিয়েছেন। এই কমিটি দলের আইনি ও হিসাব সংক্রান্ত বিষয়সহ বিলুপ্তির সব প্রক্রিয়া সম্পন্ন করবে।

তিনি বলেন, আমি আশা করি, হংকংয়ের রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কাজ চালিয়ে যাবে। আমরা সব সময় হংকংবাসীর কল্যাণে কাজ করতে চেয়েছি, সমাজের জন্য ভালো কিছু করতে চেয়েছি।

লো আরও জানান, কমিটির কাজ সম্পন্ন হওয়ার পর দল ভাঙার বিষয়ে চূড়ান্ত ভোট হবে আগামী কয়েক মাসের মধ্যে। এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে অন্তত ৭৫ শতাংশ ভোটের সমর্থন প্রয়োজন।

দল ভেঙে দেওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা এখনও উল্লেখ করা হয়নি।লো বলেন, প্রক্রিয়া শেষ হতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। চূড়ান্ত বিলুপ্তি না হওয়া পর্যন্ত দল তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।

ডেমোক্রেটিক পার্টির অবসানের মধ্য দিয়ে হংকংয়ে প্রায় ৩০ বছরেরও বেশি সময়ের বিরোধী দলীয় রাজনীতির অবসান ঘটবে।

বর্তমানে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ডেমোক্রেটিক পার্টির অন্তত পাঁচজন সদস্য কারাগারে বা হেফাজতে রয়েছেন। ২০১৯ সালের গণতন্ত্রপন্থী আন্দোলনের পরের বছর এই আইন হংকংয়ে প্রয়োগ করে বেইজিং।