‘আমাকে ছাড়িয়ে নিন’, হামাসের ভিডিওতে ইসরায়েলি জিম্মির আবেদন

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার (১২ এপ্রিল) এক ব্যক্তির বয়ান সম্বলিত ভিডিও প্রকাশ করেছে। ওই ব্যক্তিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে আটক হওয়া এক জিম্মি হিসেবে দাবি করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তারিখবিহীন ভিডিওটিতে ওই ব্যক্তি নিজেকে এডান অ্যালেক্সান্ডার বলে পরিচয় দেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য এবং মার্কিন-ইসরায়েলি নাগরিক। গাজায় ৫৫১ দিন ধরে তাকে আটকে রাখা হয়েছেন বলে দাবি করেন অ্যালেক্সান্ডার।

ওই ভিডিওবার্তায় বন্দিত্ব এখনও শেষ না হওয়ার কারণ জানতে অ্যালেক্সান্ডার। মুক্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।

ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের সপ্তাহব্যাপী শুরু হওয়ার প্রাক্কালে ভিডিওটি প্রকাশ করে হামাস। ভিডিও দেখার পর ওই ব্যক্তিকে অ্যালেক্সান্ডার হিসেবে চিহ্নিত করেছে তার পরিবার। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অ্যালেক্সান্ডারসহ আরও ৫৮ জিম্মি গাজায় যতদিন আটক থাকবে, ততদিন মুক্তির কোনও উৎসব পালন করা সম্ভব নয়।

উল্লেখ্য, পাসওভার হচ্ছে মুক্তি বা স্বাধীনতা উদযাপনের আয়োজন।

যুদ্ধ চলাকালে হামাস এর আগেও বিভিন্ন ভিডিও প্রকাশ করেছে, যেখানে জিম্মিরা মুক্তির জন্য অনুরোধ জানিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা আগের ভিডিওগুলোকে প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছেন, যা সরকারকে চাপের মধ্যে ফেলার কৌশল বলে তারা মনে করেন। যুদ্ধ এখন ১৮তম মাসে গড়িয়েছে।

চলতি বছর ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির সময় হামাস ৩৮ জন জিম্মি মুক্তি দিয়েছিল। তবে মার্চ নাগাদ এসে, যুদ্ধের স্থায়ী অবসানে না গিয়ে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে বেঁকে বসে হামাস। এরপর গাজায় ফের স্থল ও বিমান হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, গাজাকে অসামরিকীকরণ এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে হামাস বলছে, কেবল যুদ্ধ সমাপ্তির চুক্তি হলেই জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এর আগে তারা অস্ত্র ত্যাগ করবে না।

গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।