৫৮ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন

ইউক্রেন ৫৮ কোটি মার্কিন ডলার বা ৪৫ কোটি পাউন্ড অর্থমূল্যের নতুন সামরিক সহায়তা পেতে যাচ্ছে। শুক্রবার (১১ এপ্রিল) ব্রিটেনের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার সঙ্গে কোনও শান্তিচুক্তির আগে কিয়েভের জন্য শক্ত অবস্থান তৈরি করতে ইউরোপীয় মিত্রদের প্রচেষ্টার অংশ এটি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সহায়তার ৩৫ কোটি পাউন্ড আসবে ইউক্রেনের জন্য চলতি বছর ঘোষিত সাড়ে চারশ কোটি পাউন্ড সামরিক সহায়তা প্যাকেজ থেকে। বাকি ১০ কোটি পাউন্ড সরবরাহ করবে নরওয়ে।

ব্রাসেলসে আয়োজিত ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠকের সময় এই সহায়তার ঘোষণা এলো। ওই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। এছাড়া, ন্যাটোসহ ইউক্রেনের সমর্থনে থাকা অন্যান্য মিত্ররা এই সভায় অংশ নিয়েছে।

সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনের সামরিক যান ও সরঞ্জামের মেরামত এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, রাডার ব্যবস্থা, ট্যাংকবিধ্বংসী মাইন এবং কয়েক লাখ ড্রোন সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার আরেকটি বৈঠকে সভাপতিত্ব করেছেন হিলি। ইউক্রেনের সমর্থনে থাকা দেশের সমন্বয়ে কথিত ইচ্ছুকদের জোটের (কোয়ালিশন অব দ্য উইলিং) ওই বৈঠকে অংশ নিয়েছেন সংশ্লিষ্ট দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত এই জোটের প্রধান উদ্দেশ্য হলো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি বা যুদ্ধপরবর্তী যে কোনও সময়ে শান্তিরক্ষা মিশনের উদ্যোগ নেওয়া।