১৫৫ জন চীনা নাগরিক রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন: জেলেনস্কি

চীনের অন্তত ১৫৫ জন নাগরিক রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন বলে অভিযোগ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাছে ১৫৫ জন চীনা নাগরিকের বিষয়ে তথ্য রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে চীনা নাগরিকদের নিয়োগ দিচ্ছে ক্রেমলিন। আর বেইজিং এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছে।

জেলেনস্কি আরও বলেছেন, চীনা যোদ্ধাদের নাম পরিচয়ের তালিকা করছে গোয়েন্দা সংস্থা। এখন তারা যাচাই করে দেখছে, নিয়োগপ্রাপ্তরা সরাসরি চীনের আদেশে কাজ করতেন কিনা।

চীনে আটক ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে চীনা যোদ্ধাদের বিনিময়ের বিষয়ে কিয়েভ প্রস্তুত আছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি স্বাধীনভাবে যাচাই করতে রয়টার্স সমর্থ হয়নি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাপ্তি ঘটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহী বেইজিং। অবশ্য চীনের বিষয়ে দুটো বিষয় মনে রাখতে হবে, রাশিয়ার সঙ্গে তারা সীমাহীন অংশীদারত্ব ঘোষণা করেছে এবং ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ রুশ আগ্রাসন শুরুর পর থেকে তারা একবারের জন্যও মস্কোর সমালোচনা করেনি।

এদিকে, জেলেনস্কির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চলমান সংকট থেকে উত্তরণে রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে চীন। আমাদের প্রচেষ্টা ও গঠনমূলক অবদান যথাযথভাবে মূল্যায়ন করা উচিত।

পরিস্থিতি যাচাই করার জন্য কিয়েভের সঙ্গে বেইজিং যোগাযোগ করছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকা এড়াতে এবং যেকোনও পক্ষের সামরিক অভিযানে অংশ না নেওয়ার বিশেষভাবে নির্দেশনা দিয়ে থাকে চীন সরকার।