ইউরোপে চলতি বছরের মার্চ ছিল ওই অঞ্চলের রেকর্ডকৃত উষ্ণতম মাস। মঙ্গলবার (৮ এপ্রিল) এ কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিজ্ঞানীরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের প্রধান সামান্থা বারজিস জানিয়েছেন, ইউরোপের কোনও অঞ্চল যেমন খরায় ভুগেছে, আবার অনেক স্থানে ছিল অতিবৃষ্টি।
তিনি বলেন, মার্চ মাসে ইউরোপের বহু অঞ্চলে গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ খরা দেখা দিয়েছে এবং কোথাও কোথাও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
ইইউ-এর পরিবেশ বিষয়ক সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেইঞ্জ সার্ভিসেস (সিথ্রিএস) তাদের মাসিক বুলেটিনে জানিয়েছে, গত মাসটি ছিল বিশ্বের ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম মার্চ। এর চেয়ে বেশি উষ্ণ ছিল কেবল ২০২৪ সালের মার্চ মাস।
বিগত কয়েকবছর ধরেই বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সেই ধারাবাহিকতাতেই মার্চেও অস্বাভাবিক তাপমাত্রা ছিল। বিজ্ঞানীরা দেখেছেন, বিগত ২১ মাসের মধ্যে ২০টিতেই বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এখন পর্যন্ত বিশ্বের উষ্ণতম বছর হচ্ছে ২০২৪।
মার্চ মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন এখন পুরো মানবজাতির সমস্যা হয়ে দেখা দিয়েছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে, জীবাশ্ম জ্বালানি অত্যধিক ব্যবহারের কারণে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হচ্ছে।