ব্রিটেনে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত

ইংল্যান্ডে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২৪ মার্চ) দেশটির সরকার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে সরকার জানিয়েছে, ইয়র্কশায়ারের একটি খামারে কিছুদিন আগে একাধিক পাখির দেহে উচ্চ সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (এইচ৫এন১) সন্ধান পাওয়া যায়। এজন্য খামারে নিয়মিত যাচাইয়ের জন্য গিয়েছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা। এরকম এক রুটিন চেক আপের সময় ভেড়ার দেহে বার্ড ফ্লুর জীবাণু খুঁজে পাওয়া যায়।

ব্রিটেনে এই প্রথম ভেড়ার দেহে এইচ৫এন১ ভাইরাস খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে গবাদি পশুর দেহে এই জীবাণু শনাক্তের বিশ্বে এটি প্রথম ঘটনা নয়।

ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া গেলেও ব্রিটেনের প্রাণিসম্পদ নিয়ে কোনও বাড়তি ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে ব্রিটিশ সরকার।