কানাডা-মেক্সিকোর সঙ্গে দ্বন্দ্বের কারণে ফুটবল বিশ্বকাপ আরও আকর্ষণীয় হবে: ট্রাম্প

কানাডা ও মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপড়েনের কারণে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা বৃদ্ধি পাবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আয়োজনের জন্য টাস্ক ফোর্স গঠনের নির্বাহী আদেশে স্বাক্ষর প্রদানের সময় শুক্রবার (৭ মার্চ) এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর থেকেই প্রতিবেশীদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। এই দ্বন্দ্বের প্রভাবে বিশ্বকাপ আয়োজন ম্লান হয়ে যাওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমি তো মনে করি, এই টানাপড়েনে আয়োজন আরও জমজমাট হয়ে উঠবে। প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনা থাকার কারণে পুরো বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

ওভাল অফিসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি বিশ্বকাপ আয়োজনের জন্য গঠিত টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন। এই টাস্ক ফোর্স বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ৪৮ দলের এই বৈশ্বিক ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা, আয়োজন ও বাস্তবায়ন করবে।

চলতি সপ্তাহের শুরুতে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে বৃহস্পতিবার জানানো হয়, উত্তর আমেরিকান বাণিজ্য চুক্তির আওতায় নির্দিষ্ট মানদণ্ড পূরণকারী পণ্যের ক্ষেত্রে এক মাসের জন্য শুল্ক অব্যাহতি দেওয়া হবে।

তবে স্থগিতাদেশ ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সব বাণিজ্য অংশীদারের ওপর প্রতিদানমূলক শুল্ক আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ার করেছেন ট্রাম্প।

সামনের ফিফা বিশ্বকাপের আয়োজন ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। এবারের আসরে ৬৪ ম্যাচের পরিবর্তে ১০৪টি ম্যাচ হবে, যেখানে নতুন একটি নকআউট রাউন্ড যোগ করা হয়েছে।