মিয়ানমারে নির্বাচনের সম্ভাব্য সময় জানালো জান্তা সরকার

মিয়ানমারে চলতি বছরের ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে জান্তা সরকার। জান্তাপ্রধানকে উদ্ধৃত কর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (৮ মার্চ) এই দাবি করে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেলারুশ সফরকালে জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, শিগগিরই আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার পরিকল্পনা করছি। নির্বাচনে যোগদানের জন্য এখন পর্যন্ত ৫৩টি দল নিবন্ধন করেছে।

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করে জান্তা বাহিনী। এতে দেশব্যাপী জনগণের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর ফলশ্রুতিতে প্রায় চারবছর ধরে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে জান্তা সরকার।

ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ নির্বাচন দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন মিন অং হ্লাইং। তবে তার প্রশাসন বারবার জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচনের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছিল না। এই প্রথমবার নির্দিষ্ট সময়ের ইঙ্গিত দিলেন তিনি।

তবে আশু নির্বাচনকে সম্পূর্ণ প্রতারণা বলছেন সমালোচকরা। তাদের অভিযোগ, দেশের অধিকাংশ রাজনৈতিক দলকে নিষিদ্ধ ও অনেক নেতাকে জেলে আটকে রেখেছে জান্তা সরকার। এদিকে, বিদ্রোহীদের কাছে দেশের বিশাল অংশের ওপর তারা নিয়ন্ত্রণ হারিয়েছে। এখন এই নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনীর অনুগত লোকদের ক্ষমতায় বসিয়ে সব নিয়ন্ত্রণ করতে চায় জান্তা।

নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী কতটুকু প্রস্তুত সেটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ডিসেম্বরে প্রকাশিত এক জরিপ অনুযায়ী, দেশের ৩৩০টি শহরের মাত্র ১৪৫টিতে গণনা সম্পন্ন করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া, নির্বাচনকে ঘিরে মিয়ানমারে সহিংসতার আরেক ঢেউ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জান্তা সরকার ও সশস্ত্র বিদ্রোহীরা দেশের ভেতর নিয়ন্ত্রণ বৃদ্ধি ও প্রতিষ্ঠার জন্য মরণপণ লড়াইয়ে লিপ্ত রয়েছে।