ভারতে গত ২৪ ঘণ্টায় ১৫ বাংলাদেশিকে আটকের দাবি বিএসএফের

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৫ জন বাংলাদেশিকে গ্রেফতারের দাবি করেছে দেশটির ত্রিপুরা রাজ্যের কর্তৃপক্ষ।  এই ঘটনায় পাঁচ জন ভারতীয় দালাল গ্রেফতার হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের দাবি, ১৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তিনজন ভারতীয় দালালকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। জানা গিয়েছে, এই ১৬ জন বৃহস্পতিবার গোপনে উনাকোটি জেলার কৈলাশহর হয়ে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন।

অনুপ্রবেশকারীদের দলটির মধ্যে ছিলেন তিন জন পুরুষ, তিন জন নারী, সাতজন শিশু ও নাবালক। বিএসএফের দাবি অনুযায়ী, এই ১৩ জনের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোণা ও বরিশাল জেলায়।

এদিকে, আটককৃত তিনজন ভারতীয় দালালের নাম পরিচয় ইতোমধ্যেই জানা গিয়েছে। এরা হলেন - কাজল দাস, অজিত দাস এবং প্রসেনজিৎ দেবনাথ। এরা আসামের শিলচর ও ত্রিপুরার উনাকোটি জেলা এবং ধলাই জেলার বাসিন্দা।

অন্য একটি ঘটনায় একটি যৌথ তল্লাশি অভিযান চলাকালীন দুই ভারতীয় দালালকে গ্রেফতার করা হয় আগরতলার রেল স্টেশন থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বিএসএফ ও জিআরপি-র যৌথ অভিযানে এই দুজনকে আটক করা হয়।

আরও একটি যৌথ অভিযানে গ্রেফতার করা হয় আরও দুই বাংলাদেশি নাগরিককে। পুরোনো ওএনজিসি-র কাছে ত্রিপুরা পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সূত্রের দাবি, এই দুই বাংলাদেশি আগেই ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ভারত থেকে গোপনে বাংলাদেশ ফেরার পথে তাদের ধরা হয়।