যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনা

সামরিক হেলিকপ্টারটি অতিরিক্ত উচ্চতায় উড়ছিল, দাবি ট্রাম্পের 

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে আবারও মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি ওয়াশিংটন ডিসিতে অনুমোদিত উচ্চতার চেয়ে অনেক বেশি উঁচুতে উড়ছিল বলে শুক্রবার (৩১ জানুয়ারি) মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ডিসিতে হেলিকপ্টার ২০০ ফুট উচ্চতা অতিক্রম করার অনুমতি নেই। কিন্তু ব্ল্যাকহক হেলিকপ্টারটি অনেক বেশি উঁচুতে উড়ছিল।

যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারগুলো নিয়মিত পোটোম্যাক নদীর ওপর দিয়ে উড়ে যায়, যা ব্যস্ত রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে রুট ফোর নামে পরিচিত। নিরাপত্তার কারণে এসব হেলিকপ্টারের সর্বোচ্চ উচ্চতা ২০০ ফুট নির্ধারিত রয়েছে।

দুর্ঘটনা নিয়ে চলমান তদন্তের বড় ধরনের একটি তথ্য তিনি জানিয়ে দিয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় পরিবহন কর্তৃপক্ষ এখনও দুর্ঘটনার তদন্ত করছে।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি মার্কিন সেনাবাহিনী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার বলেছিলেন, ব্ল্যাক হকের উচ্চতা সংক্রান্ত একটি সমস্যা থাকতে পারে এবং সেনাবাহিনীর তদন্তকারীরা ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখছেন।

তবে হেগসেথ ও সেনাবাহিনী উভয়ই বলেছেন, ব্ল্যাক হকের তিন সদস্যই অভিজ্ঞ ছিলেন।

সেনাবাহিনী জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রধান পাইলটের হাজার ঘণ্টা ফ্লাইট অভিজ্ঞতা ছিল। আর অন্য পাইলটের ৫০০ ঘণ্টা ফ্লাইট অভিজ্ঞতা ছিল। তৃতীয় সেনাসদস্য ছিলেন ক্রু চিফ, যিনি সাধারণত হেলিকপ্টারের পেছনের অংশে অবস্থান করেন।

দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারে অবস্থিত ১২তম এভিয়েশন ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত। ডিসিতে সামরিক হেলিকপ্টার পরিচালনার দায়িত্বে রয়েছে এই ইউনিট। পাশাপাশি, নিয়মিতভাবে জ্যেষ্ঠ মার্কিন সরকারি কর্মকর্তাদের পরিবহনের দায়িত্ব পালন করে তারা।