লন্ডনের সার্পেন্টাইন আর্ট গ্যালারির এই বছরের ডিজাইনার হিসেবে স্থান করে নিয়েছেন বাংলাদেশের স্থপতি ও শিক্ষাবিদ মেরিনা তাবাসসুম। পাশাপাশি স্বীকৃতি পেয়েছে তার প্রতিষ্ঠান মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস।
২০০০ সালে ডেম জাহা হাদিদের সাথে শুরু হওয়া এই ঐতিহাসিক উদ্যোগের ২৫তম বছর মেরিনা তাবাসসুমের প্যাভিলিয়নের মাধ্যমে শুরু হবে। চলতি বছরের ৬ জুন সার্পেন্টাইন সাউথ-এ জনসাধারণের জন্য এটি উন্মোচন করা হবে।
বেটিনা কোরেকের, চিফ এক্সিকিউটিভ এবং হান্স উলরিচ ওব্রিস্ট, আর্টিস্টিক ডিরেক্টর বলেছেন: “এ ক্যাপসুল ইন টাইম পৃথিবীর সাথে সংযোগকে সম্মান করবে এবং জাতিগত চেতনাকে উদযাপন করবে।
মেরিনা তাবাসসুম স্থাপত্য প্রকল্পের জন্য খ্যাত। তিনি ২০১৬ সালে স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার পান। মেরিনা তাবাসসুম ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ক্যান্সার চিকিৎসক। মার্কিন সাময়িকী টাইম-এর ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন মেরিনা। উদ্ভাবক ক্যাটাগরিতে তিনি এই তালিকায় স্থান পেয়েছেন।
মেরিনা তাবাসসুম গণমাধ্যমকে বলেন, “এবারের সার্পেন্টাইন প্যাভিলিয়নের স্থপতি হিসেবে নির্বাচিত হতে পেরে আমরা রোমাঞ্চিত। আমাদের নকশাটি কল্পনা করার সময়, আমরা কমিশনের ক্ষণস্থায়ী প্রকৃতির ওপর প্রতিফলিত করেছি যা আমাদের কাছে স্মৃতি এবং সময়ের ক্যাপসুল হিসাবে প্রদর্শিত হয়।