সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে পূর্ব আফ্রিকা থেকে ৩৭ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন সদস্যরাও রয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) এসব তথ্য দিয়েছে বৈশ্বিক পুলিশ সংস্থা ইন্টারপোল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফ্রান্সভিত্তিক সংস্থা ইন্টারপোল জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বরে পূর্ব আফ্রিকাজুড়ে অভিযান চালিয়ে ওই সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলোর পুলিশ সংস্থা আফ্রিপোলের সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর আইএস গোষ্ঠীর পুনরুত্থানের আশঙ্কা দেখা দেয়। ইংরেজি নববর্ষের প্রথমদিন যুক্তরাষ্ট্রে ভীড়ের মধ্যে গাড়ি উঠিয়ে ১৫ জনকে হত্যা করেন সে দেশেরই এক সাবেক সেনাসদস্য। পরে তার গাড়িতে আইএস এর পতাকা পাওয়া যায়। এই ঘটনায় আইএসের প্রত্যাবর্তনের আশঙ্কা আরও ঘনীভূত হয়। এরমধ্যেই এই ব্যাপক ধরপাকড়ের খবর প্রকাশিত হলো।
ইন্টারপোল জানিয়েছে, আফ্রিকায় পরিচালিত অভিযানে কেনিয়া ও তানিজানিয়া থেকে একজন করে মোট দুইজন সন্দেহভাজন আইএস সদস্যসহ মোট ১৭ জনকে আটক করা হয়। বাকিদেরকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও সোমালিয়া থেকে বাকিদেরকে আটক করা হয়েছে।
সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সিরিল গাউট বলেছেন, সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য পূর্ব আফ্রিকায় উপযুক্ত পরিবেশ রয়েছে। সেখানকার রাজনৈতিক অস্থিরতা, ঝুঁকিপূর্ণ সীমান্ত, আর্থসামাজিক চ্যালেঞ্জ ও জটিল ভূমিরূপ এই পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
যৌথ অভিযানের কারণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এই ঘটনা সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছে বলে মনে করেন সিরিল।