সেনা প্রত্যাহারের সময় পার হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২২ 

লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা অতিক্রম হওয়ার পরও হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবারের (২৬ জানুয়ারি) ওই হামলায় দক্ষিণ লেবাননের অন্তত ২২ জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ২২ জন নিহত ও আরও ১২৪ জন আহত হয়েছেন।

শুক্রবার হঠাৎ করে ইসরায়েল জানায়, লেবাননে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী রবিবারের মধ্যে সেনা প্রত্যাহারের কথা থাকলেও তারা সেখানে আরও কিছুদিন অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের অভিযোগ, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র পুরোপুরি জব্দ করে সেখানে রাষ্ট্রীয় সেনা মোতায়েনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে দেশটি। ফলে সেখানের দখল তো তারা আপাতত ছাড়বেই না, উল্টো স্থানীয়দেরকে তাদের বাড়ি ফিরে আসতে নিষেধাজ্ঞা জারি করে।

হিজবুল্লাহ মালিকানাধীন আল-মানার টেলিভিশনের প্রচারিত ফুটেজে দেখা গেছে, রবিবার সকালে হিজবুল্লাহর পতাকা ও দলটির নিহত সদস্যদের ছবি হাতে নিজেদের বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন সাধারণ মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করলে হামলার শিকার হন তারা।

এদিকে, সেনা প্রত্যাহারে ইসরায়েল গড়িমসি করছে বলে অভিযোগ করেছে দেশটির মার্কিন সমর্থিত সেনাবাহিনী। তাদের দাবি, হামলায় তাদের এক সেনা নিহত হয়েছেন।

গাজার যুদ্ধের সমান্তরালে চলছিল হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত। পরবর্তী সময়ে ব্যাপক ইসরায়েলি অভিযানে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় ও ইরান-সমর্থিত গোষ্ঠীটি প্রায় নেতৃত্বশূন্য হয়ে পড়ে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে চিহ্নিত সন্দেহভাজনদের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি চালিয়ে সতর্ক করার চেষ্টা করেছে সেখানে দায়িত্বরত সেনারা। তাৎক্ষনিক হুমকির পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কয়েকজন সন্দেহভাজনকে প্রতিহত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র। এছাড়া দক্ষিণ লেবাননের মানুষদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, তারা কোন স্থানে কবে ফিরতে পারবেন, তা শিগগিরিই জানানো হবে।

লেবাননের আইনপ্রণেতা ও হিজবুল্লাহর সদস্য হাসান ফাদলাল্লাহ অভিযোগ করেছেন, লেবানন যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেও মার্কিন সমর্থন নিয়ে তা লঙ্ঘন করেছে ইসরায়েল। এদিকে, হোয়াইট হাউজ শুক্রবার জানিয়েছে যে, যুদ্ধবিরতির স্বল্প ও অস্থায়ী সময়সীমা বৃদ্ধি এখন জরুরি।