তালেবান নেতাদের ওপর ‘বিশাল আকারের’ বাউন্টি বসানো হতে পারে: যুক্তরাষ্ট্র

তালেবানের শীর্ষ নেতাদের মাথার ওপর খুব বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার (২৫ জানুয়ারি) এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রুবিও বলেছেন, একটা কথা কানে এসেছে। নিজেদের জিম্মায় থাকা মার্কিন নাগরিকদের সংখ্যা নাকি গোপন করেছে তালেবান। যদি তা সত্যি হয়, তবে তাদের শীর্ষ নেতাদের মাথার জন্য বিশাল অঙ্কে অর্থ পুরস্কার ঘোষণা করা হতে পারে। সংখ্যাটি ওসামা বিন লাদেনের মাথার দামের চেয়েও বেশি হতে পারে।

অবশ্য নিজের বক্তব্যের সমর্থনে বা মার্কিন জিম্মিদের সংখ্যা নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

কাবুল কর্তৃপক্ষ গত সপ্তাহে জানিয়েছিল, মাদক চোরাচালান ও চরমপন্থার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত এক আফগানিকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে আফগানিস্তানে আটক দুই মার্কিনিকে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর খান মোহাম্মদ নামের ওই ব্যক্তি কাবুলে অবতরণ করেছেন বলে মঙ্গলবার এক আফগানি কর্মকর্তা নিশ্চিত করেছিলেন। তালেবান প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তির বিনিময়ে দুই মার্কিন নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন হলেন রায়ান কবেট। তার পরিবারের ভাষ্যমতে, তিনি ২০২২ সাল থেকে তালেবানের হাতে বন্দি ছিলেন। আরেক মুক্তিপ্রাপ্ত ব্যক্তির নাম উইলিয়াম ম্যাককেনটি বলে মার্কিন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

২০ বছরের ব্যর্থ যুদ্ধ শেষে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এরপরই ২০২১ সালে দেশটির দখল নেয় তালেবান।

এদিকে, তালেবানের শীর্ষ আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ দুই শীর্ষনেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন প্রসিকিউটর। আফগানি নারীদের নিপীড়ন করায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।