মার্কিন ডলার দুর্বল করার কোনও পরিকল্পনা বা আগ্রহ নেই ব্রিকস জোটভুক্ত দেশগুলোর। শনিবার (৭ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক সপ্তাহ আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস দেশগুলোকে দেওয়া হুমকির প্রেক্ষাপটে এ কথা বলেছেন জয়শঙ্কর। ট্রাম্প বলেছিলেন, নতুন মুদ্রা তৈরি করার উদ্যোগ নিলে বা মার্কিন ডলারের বিকল্প হিসেবে অন্য কোনও মুদ্রাকে সমর্থন করলে, ব্রিকস সদস্যদের শতভাগ শুল্কের মুখোমুখি হতে হবে।
ব্রিকস জোটের সদস্য তালিকায় রয়েছে ভারত, রাশিয়া, চীনসহ আরও কিছু উদীয়মান অর্থনীতির দেশ।
এর আগে, ব্রিকস সেটেলমেন্ট সিস্টেম বা নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে সামনে এগিয়ে যাওয়া চলমান থাকবে বলে দাবি করেছিলেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার প্যানকিন।