প্রথম শ্রেণির প্রযুক্তিবিদ তৈরিতে বড় পরিকল্পনা চীনের

২০৩৫ সালের মধ্যে প্রথম শ্রেণির প্রযুক্তিবিদ এবং দক্ষ শ্রমিকদের একটি দল গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে চীন।

এ পরিকল্পনার অধীনে চীনের কেন্দ্রীয় ফেডারেশন এ পর্যন্ত ১১২ জন কর্মীকে জাতীয় মাস্টার কারিগরের খেতাব দিয়েছে এবং ৯ হাজার ২০০টি প্রাদেশিক পর্যায়ের এবং ৪৫ হাজার শহর স্তরের কারিগর গড়ে তোলার কাজ শুরু করেছে। শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অল-চায়না ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন জানিয়েছে এ খবর।

ফেডারেশনের শ্রম ও অর্থনৈতিক বিষয়ক বিভাগের উপপ্রধান চিয়াং ওয়েনলিয়াং বলেছেন, উচ্চ-দক্ষতাসম্পন্ন প্রযুক্তিবিদদের নেতৃত্বে প্রায় ৩০০টি উদ্ভাবনী স্টুডিও প্রতিষ্ঠা করা হয়েছে। স্টুডিওগুলো ১ লাখ ইউয়ান করে এককালীন ভর্তুকি পাবে। চলতি বছর এমন আরও ২০০ স্টুডিও তৈরির পরিকল্পনা আছে ফেডারেশনের।

এই বছর থেকে ফেডারেশনটি উদ্ভাবন প্রকল্পের জন্য বার্ষিক ভর্তুকি ৬৪ লাখ ইউয়ান থেকে বাড়িয়ে দেড় কোটি ইউয়ানে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানালেন চিয়াং।

গত বছরের জুলাই থেকে শুরু করা একটি প্রচারাভিযানের মাধ্যমে ৩২ হাজার সিনিয়র টেকনিশিয়ান বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে মোট ২৯ হাজার প্রযুক্তিগত সমস্যা সমাধানে সহায়তা দিয়েছেন এবং প্রায় সাড়ে তিন লাখ কর্মচারীকে প্রশিক্ষণ দিয়েছেন।

সূত্র: সিএমজি