হরিয়ানার ভোটে উল্টো হাওয়া, গণনায় এগিয়ে বিজেপি

শুরু থেকেই বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় নিজেদের গেলো ১০ বছরের কর্তৃত্ব হারাতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছে ভোট গণনার চিত্র।

স্থানীয় ও আন্তর্জাতিক টেলিভিশনের সবশেষ খবরের আপডেটে বলা হচ্ছে, রাজ্যটিতে ৯০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৫১টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ৩৩টি আসনে সুবিধাজনক অবস্থায় রয়েছে।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট ৪৯ আসনে এবং বিজেপি এখন পর্যন্ত ২৭টি আসনে এগিয়ে আছে।

গত শনিবার এক ধাপেই হরিয়ানায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। একই দিন দেশটির আরেক রাজ্য জম্মু ও কাশ্মীরেও শেষ ধাপের ভোট সম্পন্ন হয়েছে। উভয় রাজ্যের বিধানসভাতেই ৯০টি করে আসন রয়েছে।

বুথফেরত জরিপ অনুযায়ী, হরিয়ানা অঙ্গরাজ্যে কংগ্রেসের জয়ের পূর্বাভাস ছিল। আর জম্মু ও কাশ্মীরে সম্ভাবনায় এগিয়ে ছিল কংগ্রেস ও তাদের জোটবদ্ধ দল ন্যাশনাল কনফারেন্স।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা এই দুই রাজ্যের ভোটের ফলকে টানা তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা যাচাইয়ের ‘পরীক্ষা’ হিসেবে দেখছেন।

রয়টার্স প্রতিবেদকের মতে, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভার ভোটের আগে বিজেপির জন্য এই নির্বাচনের ফলের আলাদা প্রভাব রয়েছে। আজকে বিজয় নিশ্চিত হলে তা লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যর্থতার গ্লানি ঘুচিয়ে দলের অনুপ্রেরণা বৃদ্ধিতেও সহায়তা করবে।

অন্যদিকে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস বিজয়ী হলে তা দলটির নেতা রাহুল গান্ধীর মনোবল বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: রয়টার্স