বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৬

লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। বৃহস্পতিবারের (৩ অক্টোবর) এই হামলায় অন্তত ছয় জন প্রাণ হারিয়েছেন। ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে মারাত্মক ক্ষয়ক্ষতি শিকার হওয়ার পরদিনই এই হামলা চালালো ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাত জন।

বৈরুতে ‘সুনির্দিষ্ট’ লক্ষ্যে বিমান হামলা চালানোর দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী।

প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ পাওয়ার কথা রয়টার্সকে জানিয়েছে স্থানীয়রা। নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানিয়েছে, বৈরুতে লেবানিজ পার্লামেন্টের কাছে এই হামলা হয়েছে।

হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবি দেশটির বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে। ছবিতে ভবনটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। অবশ্য এই ছবির সত্যতা রয়টার্স যাচাই করতে পারেনি।

এদিকে, দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতেও তিনটি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এখানেই নিহত হয়েছিলেন। জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা।

দক্ষিণাঞ্চলের এলাকা বুধবার অন্তত ডজন খানেক ইসরায়েলি হামলার শিকার হয়েছে।