চীনের একটি সুপারমার্কেটে উন্মত্ত ছুরিকাঘাতে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সাংহাইতে অবস্থিত ওয়ালমার্টের আউটলেটে এক ব্যক্তি এলোপাতাড়ি এই হামলা চালায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ঘটনাস্থল থেকে লিন নামের ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তারা আরও বলেছে, ‘ব্যক্তিগত আর্থিক দুর্গতির কারণে সৃষ্ট ক্রোধ প্রশমন করতে’ ওই ব্যক্তি সাংহাই এসেছিলেন। তদন্তকাজ এখনও চলমান আছে।
শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঘনবসতিপূর্ণ সংজিয়াং এলাকায় এই হামলা সংঘটিত হয়েছে। এই এলাকায় একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে।
পুলিশ বলেছে, হাসপাতালে গুরুতর আহত তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে ধারণা করা হচ্ছে।
শি নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ‘সব জায়গায় ছিল রক্তের ছড়াছড়ি।’
তিনি আরও বলেছেন, এ ধরণের আকস্মিক ঘটনা প্রচণ্ড ভয়াবহ। ‘অল্পের জন্য’ তিনি প্রাণে বেঁচে গেছেন।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার আলোচনা সেন্সর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই সুপারমার্কেট পরদিনও খোলা ছিল। তবে সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
চীনে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হলেও সম্প্রতি দেশটিতে ছোরা হামলার ব্যাপক বৃদ্ধি দেখা গেছে।
গত মাসে, চীনের দক্ষিণাঞ্চলে ১০ বছর বয়সী এক জাপানি শিশুকে তার বিদ্যালয়ের কাছেই ছুরিকাঘাত করা হয়। হামলার একদিন পর শিশুটি মৃত্যুবরণ করে।
চলতি বছর জুন মাসে, উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন শহরে চার মার্কিন কলেজ প্রশিক্ষকের ওপর ছুরি হামলা চালানো হয়েছে। তার আগের মাসে, দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে এক ব্যক্তি ছুরিকাঘাতে ২ জন নিহত ও ২১ জন আহত হয়।