লেবাননে পেজার বিস্ফোরণের যন্ত্রাংশ আমাদের তৈরি নয়: তাইওয়ানের অর্থমন্ত্রী 

লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে ব্যবহৃত কোনও যন্ত্রাংশ তাইওয়ানে তৈরি করা হয়নি। দেশটির অর্থমন্ত্রী কুয়ো জিইহ হুয়েই শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, এগুলো তাইওয়ানে বানানো হয়নি।’ এ বিষয়ে তদন্তকাজ চলছে বলে জানান তিনি।

লেবাননে হিজবুল্লাহর সদস্যদের প্রায় ৩ হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয়। এ ঘটনায় তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর বিরুদ্ধে পেজারগুলো তৈরির অভিযোগ ওঠে। কিন্তু ওই প্রতিষ্ঠান দাবি করেছে, বুদাপেস্টে অবস্থিত বিএসি কোম্পানি যন্ত্রগুলো তৈরি করেছে। বিএসিকে তাদের ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছিল গোল্ড অ্যাপোলো।

অর্থমন্ত্রী কুয়ো জিইহ হুয়েই সাংবাদিকদের আরও বলেছেন, ‘যন্ত্রে মূলত অতি সাধারণ মানের আইসি চিপ ও ব্যাটারি ব্যবহার করা হয়েছে।’

লেবাননের নিরাপত্তা বিভাগের কয়েকটি সূত্র দাবি করেছে, পেজার বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এ ঘটনায় দু’পক্ষের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তবে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

প্রায় এক বছর ধরে চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে হিজবুল্লাহ। এ জন্য ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়ে আসছে তারা। সাম্প্রতিক এই বিস্ফোরণে দু’পক্ষের মধ্যে চলমান উত্তেজনার মাত্রা বেড়ে গেছে।