নেপালের নদীতে যাত্রীবাহী বাস: নিহত ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়ে ২৭

নেপালে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৬ জন। ভারতীয় পর্যটকদের নিয়ে কাঠমাণ্ডুগামী বাসটি শুক্রবার (২৩ আগস্ট) নদীতে পড়ে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেপাল সশস্ত্র পুলিশের মুখপাত্র শিলেন্দ্র থাপা বলেছেন, বাসের মোট ৪১ জন পর্যটক ও দুজন কর্মীর সবাই ভারতীয় ছিলেন। দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বাসটি দেশটির পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।

ভারতের উত্তরপ্রদেশ থেকে বাসটি যাত্রা শুরু করেছিল।

পাহাড়ি রাস্তাগুলো প্রায়শই সরু ও আঁকাবাঁকা হয়ে থাকে। ফলে রাস্তায় কোনও তীক্ষ্মবাঁক থাকলে বৃহদাকার যান সামলাতে চালকদের হিমশিম খেতে হয়।

ধারণকৃত এক ভিডিওচিত্রে দেখা গেছে, খরস্রোতা নদীটির তীরে নারী ও শিশুরা প্রায় নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছে। আর উদ্ধারকারীরা প্রায় অচেতন একটি শিশুকে রক্ষা করছেন।

দেশটির তানাহুন জেলার মর্স্যাংদি নদীতে বাসটি পড়ে গিয়েছিল। নদীর উত্তাল জল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে ১২ জন গুরুতর আহত ছিলেন। আহতদেরকে চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে রাজধানীতে নেওয়া হয়।

থাপা বলেছেন, অন্তত ৬ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, উদ্ধারকাজ পর্যালোচনা করতে উত্তরপ্রদেশের একজন কর্মকর্তাকে পাঠাবে স্থানীয় কর্তৃপক্ষ।