প্যারিসে ছুরিকাঘাতে আহত ৩

ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের একটি রেল স্টেশনে ছুরিকাঘাতে তিন জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গারে দে লিয়ন রেল স্টেশনে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গার দি লিয়ন রেল স্টেশনে ছুরিকাঘাতকারীর সন্দেহভাজন ব্যক্তির গ্রেফতারের বিষয়ে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন সেই আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগীদের শারীরিক অবস্থা বর্ণনা করে পুলিশ বলেছে, ছুরিকাঘাতে আহত তিন ব্যক্তির মধ্যে দুইজন অপেক্ষাকৃত কম আঘাত পেয়েছেন। কিন্তু তৃতীয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তবে আশঙ্কামুক্ত আছেন।

পুলিশ জানিয়েছে, আক্রমণকারী কেন আক্রমণ করেছেন তা এখনও জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানি এসএনসিএফ-র পরিচালক বলেন, হল এক ও তিনের মধ্যবর্তী এলাকাটিতে প্রবেশাধিকার বন্ধ রয়েছে।