ইন্দোনেশিয়ায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর দায়ে টিকটকারের জেল-জরিমানা

ইসলামে নিষিদ্ধ শূকরের মাংস খাওয়ার সময় ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করায় এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ইন্দোনেশিয়া একটি আদালত। ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ আনা হয় ওই নারীর বিরুদ্ধে।

দণ্ডপ্রাপ্ত নারীর নাম লিনা লুতফিয়াওয়াতি। ৩৩ বছরের লুতফিয়াওয়াতি জনপ্রিয় টিকটকার।

বিবিসির খবরে বলা হয়, শূকরের মাংস খাওয়ার ভিডিও-টি মার্চে পোস্ট করা হয়। এতে ‘বিসমিল্লাহ’ (আল্লাহ'র নামে শুরু) উচ্চারণ করে ইসলামে নিষিদ্ধ ওই প্রাণির মাংস খেতে দেখা যায় লুতফিয়াওয়াতিকে।

টিকটকে কয়েক লাখ ভিউ হওয়া ভিডিওটি মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রভাবশালী এই টিকটকারের দুই মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। মে মাসে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ।

এ বিষয়ে লুতফিয়াওয়াতি বলেন, ‘স্রেফ কৌতূহলবসত শূকরের মাংস খাওয়ার চেষ্টা করেছিলাম। অন্য কোনও উদ্দেশ্য ছিল না।’

দুই বছরের জেলের পাশাপাশি লুতফিয়াওয়াতিকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।  এই অর্থ দিতে না পারলে আরও তিন মাস জেলে থাকতে হবে তাকে।

সূত্র: বিবিসি