টয়লেটের ফ্লাশে সমস্যা, উড্ডয়নের পর নিউ ইয়র্কগামী ফ্লাইটের জরুরি অবতরণ

ভিয়েনা থেকে নিউ ইয়র্কের দিকে উড়াল দেয় অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। কিন্তু উড়োজাহাজটি যখন মাঝআকাশে, দেখা গেলো আটটির মধ্যে পাঁচটি টয়লেটের ফ্লাশে সমস্যা। এমন অবস্থায় দুই ঘণ্টার মধ্যেই আবারও উড়োজাহাজ ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, সোমবার বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজটিতে ৩০০ জন যাত্রী ছিল। এটি ছিল আট ঘণ্টার ফ্লাইট।

এয়ারলাইন্সের একজন মুখপাত্র মঙ্গলবার (১৮ এপ্রিল) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে টয়লেটগুলো সঠিকভাবে ফ্লাশ করা যাচ্ছিল না। বিষয়টি ক্রুদের নজরে আসে। পরিস্থিতি বিবেচনায় ক্রুরা এ সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সের কোনও ফ্লাইটের এমন ঘটনা আগে কখনও দেখেননি। উড়োজাহাজে যে সমস্যা দেখা দিয়েছিল তা ইতোমধ্যে ঠিক করা হয়েছে। স্বাভাবিক ফ্লাইট আবারও শুরু হয়েছে বলেও জানান তিনি।

তবে যাত্রীদের অন্য ফ্লাইটে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।