করোনা: ফ্রান্সে প্রথমবার একদিনে ২ লক্ষাধিক শনাক্ত

ফ্রান্সে প্রথমবারের মতো করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার। যা ফ্রান্সের জাতীয় ও ইউরোপীয় রেকর্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

গত কয়েক দিন ধরে ফ্রান্সে শনাক্তের রেকর্ড হচ্ছিল। মঙ্গলবার দেশটিতে ১ লাখ ৮০ হাজার আক্রান্ত শনাক্ত হয়। যা ছিল দেশটির মহামারিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বুধবার তা ভেঙে গেলো।

ফরাসী স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ের ভেরান জানান, ফ্রান্সে প্রতি সেকেন্ডে দুজন মানুষ পরীক্ষা পজিটিভ শনাক্ত হচ্ছেন। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে হাসপাতালগুলোতে উদ্বেগ ছিল। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব এখনও খুব বেশি না। ফ্লু’র কারণে হাসপাতালগুলোর পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এর আগে সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ফরাসি সরকার তথাকথিত ভ্যাকসিন পাস চালু করার উদ্যোগ বাস্তবায়নে জোর দেয়। এর মাধ্যমে টিকা না নেওয়া মানুষদের ওপর চাপ বাড়ানো হবে।