গ্রিসের সঙ্গে আলোচনায় প্রস্তুত তুরস্ক

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে বিরোধ নিরসনে তুরস্ক প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি দাবি করেন, আলোচনার আহ্বানে সাড়া না পেয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে আঙ্কারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে সম্প্রতি বিরোধে জড়িয়েছে দুই ন্যাটো মিত্র তুরস্ক ও গ্রিস। তুর্কি জাহাজ অরুচ রেইসের অনুসন্ধান কার্যক্রমকে বেআইনি বলে মনে করছে গ্রিস। উভয় দেশই আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের কথা বললেও নিজেদের অধিকার রক্ষার ওপর জোর দিচ্ছে। দুই দেশই ওই এলাকায় সামরিক মহড়া চালানোর পর উত্তেজনা আরও বেড়েছে।

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বলেন, ‘আমাদের বিদ্যমান ইস্যু যদি আলোচনার মাধ্যমে আপনারা সমাধান করতে চান তাহলে আমরা সবসময়ই প্রস্তুত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আহ্বানে সাড়া না দেওয়ার কারণে মাঠ পর্যায়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গ্রিসকে আবারও আহ্বান জানাচ্ছি, অন্যদের দ্বারা প্রভাবিত কিংবা উসকানি পেয়ে তুরস্কের বিরুদ্ধে নেতিবাচক পদক্ষেপ নেবেন না। আন্তর্জাতিক চুক্তিকে অবহেলা করবেন না... আপনারা পরাজিত হবেন।’

এর আগে সোমবার অরুচ রেইসের অনুসন্ধান কাজের সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর বাড়ানোর ঘোষণা দেয় তুরস্ক। ওই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়ে তুরস্ককে উত্তেজনা নিরসনের আহ্বান জানায় গ্রিস।