এখনও কোমায় পুতিনবিরোধী সেই নেতা

বার্লিনের হাসপাতালে চিকিৎসাধীন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভানলি এখনও কোমায় রয়েছেন। তবে ডাক্তাররা জানিয়েছেন, তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে আর লক্ষণগুলোরও সামান্য উন্নতি হচ্ছে। পরিস্থিতি এখনও গুরুতর থাকলেও তার জীবন তাৎক্ষণিক শঙ্কার মধ্যে নেই বলেও জানিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই। এর আগে বিমানবন্দরের ক্যাফেতে তিনি চা গ্রহণ করেছিলেন। তার মুখপাত্র কিরা ইয়ারমাশ অভিযোগ করেন, চায়ের সঙ্গে মিশিয়ে তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করানো হয়। হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে।

শুক্রবার জার্মান ডাক্তাররা জানিয়েছেন, বিষক্রিয়ার তীব্রতার কারণে আলেক্সাই নাভানলির শরীরে এর প্রভাব কত দীর্ঘমেয়াদি হবে বলার সময় এখনই আসেনি।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক আলেক্সাই নাভানলির ওপর এ ধরনের হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালেও একবার তার মুখে রাসায়নিক পদার্থ লাগিয়ে দেওয়া হয়। ২০১৯ সালে বিক্ষোভ আয়োজনের দায়ে ৩০ দিনের কারাবাসের সময় শরীরে মারাত্মক অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার শিকার হন তিনি। ওই সময়েও তিনি তার ওপর বিষ প্রয়োগের অভিযোগ আনেন।