চলে গেলেন তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’

তাইওয়ানের গণতন্ত্রের জনক খ্যাত প্রাক্তন প্রেসিডেন্ট লী তেং হুই মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।

noname

১৯৮৮ সালে পূর্বসুরী চিয়াং চিং কুউ এর মৃত্যুর পর তাইওয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন লী তেং হুই। ১৯৯৬ সালে তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হন। ২০০০ সাল পর্যন্ত  দায়িত্ব পালন করেন।

চীনের শাসনের কবল থেকে বেরিয়ে আসতে লী তেং হুই সংগ্রাম করেছেন এবং তাইওয়ানের গণতন্ত্রের পথ রচনা করেছেন। বিবিসি বলছে, উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার সাথে বার্ধক্যজনিত কারণে দীর্ঘ ছয় মাস রাজধানী তাইপের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

লী তেং হুইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট  সাই ইং ওয়েন। সেখানকার প্রথম এই নারী প্রেসিডেন্ট বলেন,  লী তেং হুই আমাদের গর্ব ও নিজস্ব পরিচয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন দেশে। এই দ্বীপ দেশে তিনি চীনা শাসন-শোষণকে অস্বীকার করেন এবং তাইওয়ানের গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার মর্যাদা প্রতিষ্ঠা করেন।