ভেনিজুয়েলায় প্রথমবারের মতো ইরানি সুপার মার্কেট

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে প্রথমবারের একটি সুপার মার্কেট খুলেছে ইরান। বুধবার আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। এ সময় ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হুজ্জাতুল্লাহ সুলতানি সেখানে উপস্থিত ছিলেন।
12জাহাজে করে ইরান থেকে নিয়ে এ সুপার মার্কেটে খাদ্য ও মৌলিক পণ্য সামগ্রী বিক্রি করা হবে। কিছুদিন আগে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের একটি খাদ্যবাহী জাহাজ ভেনিজুয়েলায় পৌঁছায়।

এর আগে ইরানের কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ ভেনিজুয়েলায় যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সরকার পরিবর্তনের লক্ষ্যে দেশটির ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন। এর অংশ হিসেবে ভেনিজুয়েলার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সম্প্রতি ভেনিজুয়েলায় তেল ও পণ্যবাহী জাহাজ পাঠায় তেহরান। মার্কিনবিরোধী বলয়ে থাকা দক্ষিণ আমেরিকার এ দেশটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূত্র: পার্স টুডে।