মালয়েশিয়ায় শত শত কোটি ডলারের একটি আর্থিক দুর্নীতির ঘটনায় ভূমিকার জন্য ৩৯০ কোটি ডলারে দেশটির সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। এই সমঝোতার মাধ্যমে মালয়েশিয়ায় বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ থেকে নিষ্কৃতি পাবে মার্কিন প্রতিষ্ঠানটি। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমবিডি) নামে পরিচিত এক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়ে এই অভিজ্ঞতা থেকে নিজেদের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০০৯ সালে মালয়েশিয়ায় নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেপেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি তহবিলটি গঠন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছিলেন এর প্রতিষ্ঠাতা। ২০১৫ সালে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের পাওনা পরিশোধে ব্যর্থতার এই তহবিলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের অভিযোগ করে এই তহবিল থেকে প্রায় সাড়ে চারশো কোটি মার্কিন ডলার অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে এবং ব্যক্তিগত হিসাবে হস্তান্তর করা হয়েছে। এসব অর্থ বিলাসবহুল বাড়ি, বিমান, দামী চিত্রকর্ম কেনাসহ নানা বিলাসী কর্মকাণ্ডে ব্যয় হয়েছে। এই দুর্নীতির ঘটনায় দায়ের করা একটি মামলায় আগামী মঙ্গলবার নাজিবের বিরুদ্ধে দণ্ড ঘোষণার কথা রয়েছে।
শুক্রবার ওই দুর্নীতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছায় গোল্ডম্যান স্যাক্স। এর আওতায় ইতোমধ্যে মালয়েশিয়ার সরকারকে ২৫০ কোটি ডলার পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া আরও অন্তত ১৪০ কোটি ডলার পরিশোধের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার নতুন অর্থমন্ত্রী টেংকু দাতো শ্রী জাফরুল আজিজ বলেছেন, ‘এই সমঝোতা প্রমাণ করে এসব সম্পদ যথার্থভাবেই মালয়েশিয়ার জনগণের।’ তিনি বলেন, এই সমঝোতার অর্থ হলো দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল আইনি লড়াই ছাড়াই সরকার এখন চুরি হয়ে যাওয়া সাড়ে চারশ’ কোটি ডলারের বেশি অর্থ উদ্ধার করতে পারবে।