নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালঅনো হয়েছে। একইসঙ্গে মূর্তিটিতে লাল রং করে দেওয়া হয়েছে। পুলিশি তদন্ত শুরু হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান রয়েছে বিক্ষোভ। কয়েকদিন ধরে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ছাড়াও দেশটির বিভিন্ন স্থানে জোরালো বিক্ষোভ হয়েছে। এর মধ্যেই আমস্টারডামের চার্চিলান এলাকায় থাকা মহাত্মা গান্ধীর মূর্তিতে একদল বিক্ষোভকারী ভাঙচুর চালান।
বুধবার ভাঙচুরের শিকার হওয়া মূর্তিটি দেখার পর ৭৫ বছরের এক বৃদ্ধ বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে মূর্তি কাপড় দিয়ে ঘিরে দেয় তারা। পরে মূর্তিটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা সংস্থাকে খবর দেওয়া হয়।
এরই মধ্যে মূর্তিটি পরিষ্কার করে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার কাজও শুরু হয়েছে।